কবিতা
অলকা চক্রবর্তী’র কবিতা || নিস্তব্ধতায়
কিছু সম্পর্ক মানে ক্ষণিকের সুখ স্বাচ্ছন্দ্য
তবুও মানুষ সম্পর্ক নামক কারাগারে আবদ্ধ হয়
এভাবেই চলতে থাকে জীবন চলার পথ
সব ই বন্দি, তবুও যুদ্ধ
বেঁচে থাকার লড়াই
এতো কিছুর পরও সংসার টা কি সংশোধন হয়
বা সংরক্ষিত হয়
অথবা বসবাসের জন্য নির্ভর যোগ্য হয়
বেঁচে থাকার জন্যই কি নিভৃতে বেঁচে থাকা
অপরিকল্পিত ভাবে লিপিবদ্ধ হয়
সাংসারিক মানুসিক মানবতা
তাকে প্রত্যাশা করে সংসার নামক বন্দন
সংবিধানে স্থাপন হয় বাসস্থাপন
তবু প্রতিনিয়ত ভুল বুঝাবুঝি
অভূতপূর্ব নিয়তির অনেক কিছু অপসারণ হয়
তথাপি প্রাপ্তি অযাচিত ভাবে অপ্রাপ্তি ই থেকে যায়
কি আছে এই সংসার জীবনের মানে
যদি, বিশ্বাস ভরসা নির্ভর আস্থাটুকু
অনায়াসে ভেঙে যায়
ঝড়হীন নিস্তব্ধতায়
অথবা বিশ্বাসের আত্মত্যাগের খেলায়।