কবিতা
নাজমা বেগম নাজু’র কবিতা || গল্পের শুরুটা
গল্পের শুরুটা রক্তক্ষত- রক্তস্নাত যন্ত্রনাক্লীষ্ট হলেও
শেষটা ঐতিহাসিক এক
অসম বিজয়ের দিন ছিল।
পৃথিবীকে চমকে- থমকে দেয়ার মত
অবিশ্বাস্য এক বিজয় মাল্যে
বাংলাদেশের প্রতি অনুকণা
উদ্ভাসিত হয়েছিল।
জমকালো শীত নেমেছিল
তবু শীতের তীব্রতায় কাঁপেনি
জননী জন্মভুমি আমার।
কেঁপে ওঠা গৌরবের আনন্দে
চাঁদছোঁয়া এক বসন্ত এসেছিল সেদিন
দিনটি ছিল ১৬ ডিসেম্বর ১৯৭১ এর
বজ্র নিনাদ এক।
আজো আসে বার বার
অনন্ত বহমান পৃথিবীর
কালজয়ী পথ ধরে।
চির বিজয়িনী এক বাংলাদেশের
সূর্য ভোরের সোনারং হয়ে,
পৃথিবীর শেষ ক্ষণেও এই দিন
মর্ত্যলোকের জোছনা ধোয়া
ফুল সম্ভার হবে,
আজন্ম গৌরবদীপ্ত অঙ্গীকারে
লিখা হবে,
শত কোটি গোলাগ বকুল
হাসনা হেনার সুখ নন্দিত কলতান–
বিজয় সুরভিত – মুখর আমার
বাংলাদেশের নাম।