কবিতা
নূরজাহান বেলী’র কবিতা || তোমার এই চোখে
তোমার ওই চোখের আগুনে
পুড়ে ভষ্ম হতে চাই,
তোমার ওই ঠোঁটের নেশায়
মাতাল হতে চাই।
তোমার ওই স্পর্শে আমি
ডুবে যেতে চাই,
তোমার ওই নিঃশ্বাসে আমি
মিশে যেতে চাই।
এক সমুদ্র ভালোবাসায়
আমি হিমালয় ভেজাতে চাই,,,
এক আকাশ অভিমান নিয়ে
তোমায় খুঁজে পাই…..
আমার আকাশ তোমার তরে
জ্যোছনা বিলাতে চায়,
নিভৃত প্রাণে নিবিড় ছোঁয়ায়
তোমায় পেতে চায়….
তোমায় শুধু তোমায় যে
খুঁজে বেড়ায়!!