কবিতা
প্রসপারিনা সরকার এর কবিতা || মুক্তির দ্যুত
বাংলার ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা
প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শঙ্কিত যাত্রীরা ।
সমুদ্রে উত্তাল তরঙ্গের তর্জন-গর্জন
গভীর, অথৈ তল, নাই কুলের ঠিকানা।
চির মুক্তির দূত, পারের কান্ডারী হয়ে
স্হির বিশ্বাসে অকুতোভয় দক্ষ নাবিক আসে।
শক্ত হাতে দিকভ্রান্ত জাহাজের পাল ধরে
নোঙর গড়ে মুক্তি ও স্বাধীনতার তরে।
সকল আঁধার ঘোঁচায় লাল সূর্যের আভা
স্বাধীন বাংলা ভূখণ্ডে উড়ে বিজয় পতাকা ।