কবিতা
বিপ্লব গোস্বামী’র কবিতা || পশু পাখির ডাক
ম্যাঁও ম্যাঁও মিনি ডাকে
ইঁঁদুর ধরে খায়,
ভৌ ভৌ ভৌ ডাকে কুকুর
চুরের পিছু ধায়।
খ্যাঁক খ্যাঁক ঐ বানর ডাকে
পাকা ফল খায়,
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে ব্যাঙ
গর্তে ঢুকে যায়।
প্যাঁক প্যাঁক সরে ডাকছে হাঁস
পুকুরেতে ভেসে,
কিচিরমিচির পাখির ডাক
নিত্য কানে আসে।