সমীরণ দাশ এর কবিতা || আমিও স্বপ্ন দেখি
জীবন সুন্দর পৃথিবী সুন্দর সদা বলে লোকে
কিন্তু কই, আমি তো পৃথিবীতে সৌন্দর্যের কিছু
খোঁজে পাচ্ছি না, দেখতেও ইচ্ছে করেনা,
আমি যে অন্ধকারে নিমজ্জিত,
এলোমেলো ছন্নছাড়া জীবনে দুঃখ আমার ভীষণ।
কেউ আসেনা কাছে দুঃখের ভাগী হতে
কষ্ট আমার নিত্য সঙ্গী বলবো আমি কাহাকে
মনের ভেতর অনেক কষ্ট যায় না দেখানো
রাতের আধারে নীরবে নিভৃতে একাকী মন কাঁদে।
অন্য মানুষদের মতো আমারও ইচ্ছে করে
সুন্দর পৃথিবী দেখতে, একটা সঙ্গী পেতে,
যে মানুষটা আমাকে সুন্দর পৃথিবী দেখাবে,
অন্ধকার হতে বের করে নিয়ে আসবে আলোতে।
মাঝে মধ্যে স্বপ্ন দেখি, জেগে থেকে, শুয়ে থেকে,
রাত যতই আধার হোক না কেন, দূর হয়ে যাবে,
প্রভাতে রবির কিরণ ছড়ালে
ফুটবে ফুল ছড়াবে সৌরভ প্রভাতে।
আপন কেহ নাই আমার একাকী জীবনে
অপেক্ষায় বসে থাকি আসবে কি কেউ হাত ধরতে,
কতো দুঃখ কতো কষ্ট মনে, কেউ আসেনা কাছে,
পূজিবো গো তাহারে ভালোবাসিলে আমারে।